স্পোর্টস ডেস্ক ।।
করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন পিএসজির ফরোয়ার্ড আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। এর পরপরই তিনি সেলফ আইসোলেশনে চলে গেছেন। এছাড়া ক্লাবটির আরও ৩ ফুটবলার করোনায় শনাক্ত হয়েছেন।ক্লাবের পক্ষ থেকে রবিবার এ কথা জানানো হয়।
ভেনাসের বিপক্ষে ফ্রেঞ্চ কাপের ম্যাচকে সামনে রেখে খেলোয়াড়দের কোভিড-১৯ টেস্ট করায় পিএসজি। এতে ক্লাবটির চারজন ফুটবলারের ফল পজিটিভ এসেছে। এদের একজন সাতবারের ব্যলন ডি’অর খেতাব জয়ী মেসি।
বার্সেলোনা ছেড়ে ফরাসি রাজধানীতে এসে কঠিন সময় পার করছেন আর্জেন্টাইন তারকা। পিএসজির হয়ে লিগের ১১ ম্যাচে অংশ নিয়ে মাত্র একটি গোল করতে পেরেছেন মেসি। তবে চ্যাম্পিয়ন্স লিগে ইতোমধ্যে ৫ গোল করেছেন এই ফরোয়ার্ড।
করোনায় আক্রান্ত হবার ফলে আজ সোমবারের ম্যাচে অংশ নিতে পারবেন না মেসি। শুধু তাই নয়, শীতকালিন বিরতির পর আগামী সোমবার লিগের প্রথম ম্যাচেও সাইডলাইনেই থাকতে হবে এই আর্জেন্টাইনকে।
করোনায় আক্রান্ত পিএসজির বাকী খেলোয়াড়রা হলেন- ফুলব্যাক হুয়ান বার্নাট, বিকল্প গোলরক্ষক সার্জিও রিকো এবং তরুণ মিডফিল্ডার নাথান বিটুমাজালা। পিএসজি জানায়, ‘স্বস্থ্যবিধি মেনে এদের সাবাইকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে।’
উল্লেখ্য, ফ্রান্সে করোনার সংক্রমণ শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে। এই সপ্তাহে সেখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho