সাজ্জাদ হোসেন হৃদয় – কিশোরগঞ্জ ।।
কিশোরগঞ্জে নানা আয়োজনে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে রাজনীতির সৌন্দর্য হিসেবে পরিচিত স্বচ্ছ রাজনীতির প্রতীক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের অনুভূতির প্রিয় নেতা সৈয়দ আশরাফকে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে। তবে দিবসতে সামাজিক সংগঠন সমূহের কোনো কর্মসূচি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ।
দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকালে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে সৈয়দ নজরুল ইসলাম চত্বরে স্থাপিত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে জেলা আওয়ামী লীগের সভাপতি এড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এড. এম এ আফজল, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ সাদী, পৌরসভা মেয়র মাহমুদ পারভেজ, জেলা কৃষক লীগ সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মীর সোহেল, যুগ্ম আহবায়ক রুহুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল হক খোকা, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান ও সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দলীয় কার্যালয়ে। এতে দলের নেতাকর্মীরা আলোচনায় অংশগ্রহণ করে সৈয়দ আশরাফুল ইসলামের লড়াই-সংগ্রামের বর্ণাঢ্য জীবন ও স্বচ্ছ রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তারা সৈয়দ আশরাফুল ইসলামের স্বচ্ছ রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।
রাজনীতিতে সততার মূর্ত প্রতীক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ সাদী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ খান ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও কিশোরগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মাহফিল জামিয়া ফারুকিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।
গত ২০১৯ সালের ৩ জানুয়ারি থাইল্যান্ডের বামনরুণগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান সৈয়দ আশরাফুল ইসলাম।