মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।।
হবিগঞ্জ সদর উপজেলার ০৭টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ আসনের সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ০৩ ডিসেম্বর ) সকাল ১০ ঘঠিকায় হবিগঞ্জ জেলা প্রশাসক এর সভাক্ষকে শপথবাক্য পাঠ করান হবিগঞ্জ জেলা প্রশাসক ইশারাত জাহান!
হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিকাল ০৩ ঘটিকায়
০৭টি ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ আসনের সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথগ্রহণ করান উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, সহকারী কমিশনার (ভূমি), রিটার্নিং কর্মকর্তাগণ, ০৭টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ এবং সংশ্লিষ্ট সকল।