রবিবার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

যশোরে যুবককে ছুরিকাঘাত 

যশোর অফিস ।।
শোর শহরতলি শেখহাটিতে প্রান্ত (১৮) নামে এক যুবককে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করেছে।সে শেখহাটি দক্ষিনপাড়াএলাকার পরিতোষ কুমার পালের ছেলে।
আহত প্রান্ত জানায়,আমি নবান্ন ভোজ প্রতিষ্ঠানে সেলসের চাকরি করি।আজ সন্ধ্যায় ফুড সরবরাহের জন্য শেখহাটি সফিয়ার রহমান মডেল স্কুল এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুই যুবক কোন কিছু বুঝে উঠার আগে আমার বাইসাইকেল গতিরোধ করে আমার যেতে বলেই বাম পায়ে একটা ও পিছনে একটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা ভর্তি করে দেয়।

মহাশক্তিশালী সুপার টাইফুন ‘বেটি’ধেয়ে আসছে প্রবল শক্তিতে

যশোরে যুবককে ছুরিকাঘাত 

প্রকাশের সময় : ১০:২৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
যশোর অফিস ।।
শোর শহরতলি শেখহাটিতে প্রান্ত (১৮) নামে এক যুবককে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করেছে।সে শেখহাটি দক্ষিনপাড়াএলাকার পরিতোষ কুমার পালের ছেলে।
আহত প্রান্ত জানায়,আমি নবান্ন ভোজ প্রতিষ্ঠানে সেলসের চাকরি করি।আজ সন্ধ্যায় ফুড সরবরাহের জন্য শেখহাটি সফিয়ার রহমান মডেল স্কুল এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুই যুবক কোন কিছু বুঝে উঠার আগে আমার বাইসাইকেল গতিরোধ করে আমার যেতে বলেই বাম পায়ে একটা ও পিছনে একটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা ভর্তি করে দেয়।