রাজবাড়ী প্রতিনিধি ।।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সাড়ে আট ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল শুরু হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে মঙ্গলবার (৪ জানুয়ারি) দিনগত রাত দেড়টায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি বন্ধের কারণে দৌলতদিয়া প্রান্তে কয়েক শ’ যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল ১০টা থেকে পুনরায় ফেরি চালু করা হয়।