আন্তর্জাতিক ডেস্ক ।।
ইরানের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দেশটির জাতীয় উদ্ধার সেবা সংস্থার মুখপাত্র মুজতবা খালেদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে বলেন, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি ও বন্যায় আমরা হতাহত ও মৃত্যু বাড়তে দেখছি।
খালেদি বলেন, এ পর্যন্ত আটজন নিহত এবং দুইজন নিখোঁজ হয়েছেন। এ ছাড়া আরও ১৪ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রহিম আজাদি রাষ্ট্রীয় বার্তা সংস্থাটিকে বলেন, দেশটির ফার্স প্রদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে।
সোমবার স্থানীয় এক কর্মকর্তা বলেন, প্রদেশটিতে আকস্মিক বন্যায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।
‘ভারী বৃষ্টিতে কৃষি, অবকাঠামো, শহর ও গ্রামের আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে’, বলেন আজাদি।
ইরানের রেড ক্রিসেন্ট তিন হাজার মানুষকে জরুরি বাসস্থান সরবরাহ করেছেন এবং ২০ হাজারের বেশি মানুষ ত্রাণ সহায়তা পেয়েছেন বলে জানান সংস্থাটির উদ্ধার এবং জরুরি অপারেশনের প্রধান মেহদি ভালিপোর।
তিনি বলেন, ঘরবাড়ি তলিয়ে গেছে এবং অবকাঠামো যেমন রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে পাঁচ শতাধিক উদ্ধারকারি দল সহায়তা প্রদান করে বলেও জানান তিনি।
এ ছাড়া ইরানের ৩১টি প্রদেশের অর্ধেকের বেশি প্রদেশে ৮৭টি শহরে ত্রাণ তৎপরতা চলমান রয়েছে বলে জানায় রেড ক্রিসেন্ট।
সূত্র: আলজাজিরা