রবিবার, ১১ জুন ২০২৩, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

নিজেকে নির্দোষ দাবি পরীমনির —

ফাইল ছবি

বিনোদন ডেস্ক ।।

মাদক মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে শুরু হলো এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ। তবে অভিযোগ গঠনের সময় নিজেকে নির্দোষ দাবি করেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এ নায়িকা।

বুধবার (৫ জানুয়ারি) ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য করা হয় ১ ফেব্রুয়ারি।পরীমনি ছাড়াও এ মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

এদিন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউর আব্দুল্লাহ আবু পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন।

অপরদিকে পরীমনির আইনজীবী নীলঞ্জনা রিফাত সুরভী মামলার দায় হতে অব্যাহতি চেয়ে আবেদন করেন। এছাড়া পরীমনিসহ তিনজনের জামিন চেয়ে করা হয় আবেদন।

উভয়পক্ষের শুনানি শেষে পরীমনিসহ তিনজনের জামিন মঞ্জুর করেন বিচারক। তবে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন।

নির্বাচনে সবকটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে-প্রধান নির্বাচন কমিশনার

নিজেকে নির্দোষ দাবি পরীমনির —

প্রকাশের সময় : ১২:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২

বিনোদন ডেস্ক ।।

মাদক মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে শুরু হলো এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ। তবে অভিযোগ গঠনের সময় নিজেকে নির্দোষ দাবি করেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এ নায়িকা।

বুধবার (৫ জানুয়ারি) ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য করা হয় ১ ফেব্রুয়ারি।পরীমনি ছাড়াও এ মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

এদিন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউর আব্দুল্লাহ আবু পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন।

অপরদিকে পরীমনির আইনজীবী নীলঞ্জনা রিফাত সুরভী মামলার দায় হতে অব্যাহতি চেয়ে আবেদন করেন। এছাড়া পরীমনিসহ তিনজনের জামিন চেয়ে করা হয় আবেদন।

উভয়পক্ষের শুনানি শেষে পরীমনিসহ তিনজনের জামিন মঞ্জুর করেন বিচারক। তবে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন।