ডেস্ক রিপোর্ট ।।
দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন স্মরণে বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ‘গণতন্ত্র হত্যা দিবস’র প্রতিবাদী মানববন্ধনে এই ঘটনা ঘটে।
১০টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই অনেক নেতাকর্মী প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলটির নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে প্রেস ক্লাব প্রাঙ্গণ। কর্মসূচি শুরুর পর হঠাৎ নিজেদের মধ্যে শুরু হয় হাতাহাতি। এসময় বিএনপি মহাসচিব নেতাকর্মীদের থামানোর চেষ্টা করেন৷ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকেও নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করতে দেখা যায়।
প্রায় ২০ মিনিট ধরে হাতাহাতি চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে আবারও চলে কর্মসূচি।
দশম জাতীয় সংসদ নির্বাচনের অষ্টম বর্ষপূর্তির (৫ জানুয়ারি) দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’হিসেবে পালন করতে দেশজুড়ে মানববন্ধন কর্মসূচির ঘোষণা করে বিএনপি।
এ উপলক্ষে দলটি বুধবার ঢাকাসহ দেশের অন্যান্য মহানগর ও জেলা সদরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে জাতীয় প্রেস ক্লাবে আসা দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
মানববন্ধনে বিএনপির মহানগর ও কেন্দ্রীয় অনেক নেতা অংশ নিয়েছেন।
এদিকে বিএনপির কর্মসূচির কারণে প্রেসক্লাব এলাকায় সড়কে যান চলাচল অনেকটা থমকে গেছে। নেতাকর্মীদের সড়কে অবস্থানের কারণে সড়কটি দিয়ে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে। এর চাপ পড়েছে আশপাশের সব সড়কেও।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho