স্পোর্টস ডেস্ক ।।
বড়দিনের ছুটি কাটাতে আর্জেন্টিনায় গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন সময়ের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসি। অবশেষে করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন তিনি। করোনা নেগেটিভের রিপোর্ট পাওয়ার পরপরই স্ত্রী-সন্তানদের নিয়ে ফ্রান্সে পাড়ি জমিয়েছেন সাতবারের ব্যালন ডিঅর জয়ী এই তারকা ফুটবলার।
আর্জেন্টিনার গণমাধ্যম হতে জানা গেছে, মেসি মঙ্গলবার রাতে রোজারিও বিমানবন্দরে তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ও তাদের তিন সন্তান থিয়াগো, মাতেও এবং সিরোকে নিয়ে একটি ব্যক্তিগত বিমানে দেশ ছাড়েন। তারা আর্জেন্টিনা ছেড়েছেন একটি প্রাইভেট প্লেনে করে।
করোনা আক্রান্ত হলেও মেসির মধ্যে কোনো উপসর্গ ছিল না। তাই আইসোলেশনে মূলত করোনা নেগেটিভ হওয়ার অপেক্ষায়ই ছিলেন তিনি।
কোয়ারেন্টাইনের পুরোটা সময় একা থেকেছেন তিনি। সংগতভাবেই পরিবারের সবার থেকে বিচ্ছিন্ন থাকতে হয় তাকে। করোনা আক্রান্ত হলেও মেসির শরীরে কোনো উপসর্গই ছিল না। এরপর তাকে থাকতে হয়েছে আইসোলেশনে। আর সেখানে পরিবার ছেড়ে একাই সময় কাটিয়েছেন সময়ের সেরা এই ফুটবলার।
ফুটবলার ও স্টাফসহ পিএসজির পাঁচ খেলোয়াড় আক্রান্ত হয়েছিলেন করোনায়। মেসির সুখবরের দিনেই আরও এক দুঃসংবাদই পায় দলটি। বিশ্বসেরা গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমাও আক্রান্ত হলেন করোনায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho