রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের কাঁটাবাড়িয়া গ্রামে মসজিদে নামাজ পড়া ও টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জের ধরে মসজিদের সভাপতি মোঃ সেলিম রেজা নামে একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত সেলিম রেজা একই গ্রামের মৃত আব্দুল খালেক মণ্ডলের ছেলে।
আহত মসজিদের সভাপতি সেলিম রেজা বলেন আমি গতকাল রাতে বাজার পাহারা দেওয়ার জন্য যাচ্ছিলাম এ সময় মসজিদের সেক্রেটারি কাদের শেখের মদদে এলাকার কিছু দুর্বৃত্ত এসে আমার উপরে হামলা চালায় আমাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে ভেঙে দেওয়া হয় আমার মোটরসাইকেল।
প্রাণ বাঁচাতে আমি আমার চাচা আজমল খার বাড়িতে ঢুকে পড়ি সেখানেও আমাকে মারধর করে পরে আমি পালিয়ে যাই। আমার কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যায় এবং আমার চাচার বাড়িঘর ভাঙচুর করে। পরে আমি বিষয়টি মাদাপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মজনুকে জানালে তিনি থানায় খবর দেন পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কয়েকজন মুসল্লি বলেন সকালে আমরা মসজিদে নামাজ পড়তে গেলে দেখি মসজিদ তালা মারা পরে বাড়িতে গিয়ে নামাজ পড়ি। তারা আরো বলেন মসজিদ তালা মেরে সেক্রেটারির ছেলে চাবি তার কাছে রেখে দিয়েছিল পরে সকাল দশটায় এসে মসজিদের তালা খুলে দেয়।
এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন ঘটনা শোনার পর আমি পুলিশ ফোর্স পাঠিয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনি পরবর্তীতে তাদের অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে তবে এখনো কোনো অভিযোগ পাইনি পেলে আইনগত ব্যবস্থা নিব।