ডেস্ক রিপোর্ট ।।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে এবার বউ পেটানোর অভিযোগ উঠেছে। তার স্ত্রী ডা. জাহানারা এহসান বৃহস্পিতবার (০৬ জানুয়ারি) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে মারধরের অভিযোগ করেন।অভিযোগ পেয়ে ধানমন্ডি থানা পুলিশ মুরাদ এর বাসায় গেছেন। ধানমন্ডি থানার কর্তব্যরত কর্মকর্তা ঢাকাপ্রকাশকে জানান, জাতীয় জরুরি সেবায় পাওয়া অভিযোগের ভিত্তিতে মুরাদের ধানমন্ডি ১৫ নম্বরের বাসায় পুলিশ পাঠানো হয়েছে।
ওই দলের নেতৃত্বে রয়েছেন ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ঢাকাপ্রকাশকে তিনি বলেন, জরুরি সেবা থেকে পাওয়া অভিযোগের সত্যতা যাচাইয়ে মুরাদ হাসান এর বাসায় আমরা অবস্থান করছি। তার স্ত্রীর সঙ্গে কথা হচ্ছে। তিনি লিখিত অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি সম্পর্কে অশালীন মন্তব্য, চিত্রনায়িকা মাহিকে অনৈতিক চাপ ও কুরুচিপূর্ণ ফোনালাপ ফাঁস হওয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ৭ ডিসেম্বর দুপুরে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। একই দিনে জামালপুর জেলা আওয়ামী লীগের জরুরি সভায় শাখার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho