স্পোর্টস ডেস্ক।।
জনপ্রিয়তার শীর্ষে টি-টোয়েন্টি ক্রিকেট। এই ফরম্যাটকে আরও ঢেলে সাজাতে প্রায়ই পরিবর্তন আনার হয় নিয়মে। এবার আনা হলো স্লো ওভার রেটের শাস্তির নিয়মে।
নতুন নিয়ম অনুযায়ী স্লো ওভার রেটের শাস্তি মাঠেই দেয়া হবে। শুক্রবার এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।এছাড়াও যোগ হয়েছে দুই দলের ইনিংসের মাঝপথে আড়াই মিনিটের বাড়তি পানি পানের বিরতিও। অবশ্য এটি হবে সিরিজের আগে দুই দলের সম্মতির উপর।
স্লো ওভার রেটের কারণে দোষী দলকে খেলা শেষে ম্যাচ ফি জরিমানা, ডিমেরিট পয়েন্ট কিংবা পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়। এখন নতুন নিয়ম অনুযায়ী ম্যাচের মধ্যেই দেয়া হবে শাস্তি।
আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও দল যদি নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারে তবে ইনিংসের বাকি ওভারগুলোতে চারজনের বেশি ফিল্ডার রাখা যাবে না ৩০ গজ বৃত্তের বাইরে।
আইসিসি আরও বলেছে, অনাকাঙ্ক্ষিত কারণে যদি নির্ধারিত বা পুনঃর্নিধারিত সময়ে ইনিংসের শেষ ওভারের প্রথম বল করতে না পারে তবে ফিল্ডিং সীমাবদ্ধতার শাস্তি পেতে হবে। এক্ষেত্রে ৩০ গজের বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে স্লো ওভার রেটের এই নিয়ম চালুর আগে গত বছর ইংল্যান্ডে একশ বলের ক্রিকেটে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়। যা বেশ সফলও হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho