শাহাবুদ্দিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি ।।
আজ শনিবার (৮জানুয়ারি) দুপুর ২ টার দিকে কাহালু রেলওয়ে বটতলায় স্টুডেন্টস এসোসিয়েশন অব ইউনিভার্সিটি মেডিকেল এন্ড ইঞ্জিনিয়ারিং সাওমীর উদ্যোগে ৩০০ পিস শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ আল- হাসিবুল হাসান সুরুজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার জনাব মোঃ মাছুদুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, সাওমির উপদেষ্টা ডাঃ শামসুল আরেফিন জুয়েল, প্রভাষক মোঃ মাকসুদুর রহমান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী মুনসুর রহমান খান। সাওমী সাবেক সভাপতি মোঃ জাকারিয়া পারভেজ। প্রভাষক দেলোয়ার হোসেন, সাবেক যুগ্নসম্পাদক কৃষি ব্যাংক সিনিয়র অফিসার মোঃ দেলোয়ার হোসেন। প্রচার সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম সহ অন্যন্য সদস্যবৃন্দ।