শাহিনুর ইসলাম শাহিন, ক্ষেতলাল প্রতিনিধি ।।
জয়পুরহাটের ক্ষেতলালে ৬০ জন শীতার্ত, অসহায় ও দুঃস্থদের মাঝে জয়পুরহাট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
৮ (জানুয়ারী) শনিবার দুপুরে ক্ষেতলাল পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ এর হল রুমে অত্র কলেজের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুল মজিদ মোল্লা’র নেতৃত্বে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, অধ্যক্ষ সায়ফুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট
ইউনিটের উপ-পরিচালক নাজমুস সাদাত, উপজেলা যুবলীগের সহ সভাপতি আবু মুছা কিং, বড়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফ আলী ফকির, মামুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক নূরুনবী চৌধুরী রতন, বড়তারা ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোজাফফর হোসেন, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী শেখ রহিমা তারা, জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ, ক্ষেতলাল উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুল আরশ শুভ, সাংবাদিক হাসান আলী, আখতারুজ্জামান তালুকদার, এস.এম. মিলন, ওয়াকিল আহম্মেদ প্রমুখ।