আন্তর্জাতিক ডেস্ক ।।
ব্রাজিলের একটি লেকে পর্যটকদের নিয়ে ঘুরে বেড়ানো একাধিক নৌকার ওপর হঠাৎ করেই ধসে পড়েছে পাহাড়ের পাথর। এতে অন্তত ৭ জন মারা গেছেন এবং ৩২ জন আহত হয়েছেন। এদিকে এখনও তিন জন নিখোঁজ আছেন বলেও জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
স্থানীয় দমকল বিভাগের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, মিনে জেরাইস রাজ্যে কয়েকদিনের তুমুল বৃষ্টিপাতের পর কাপিটোলিওর ওই লেকে শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে পাহাড় থেকে পাথর ধসের এ ঘটনা ঘটে।
এই দুর্ঘটনা ঘটার সময়ের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে, পাহাড় থেকে পাথর আলগা হয়ে পড়ার মুহুর্তে নিচে থাকা নৌকাগুলোকে সতর্ক করতে অনেকেই চিৎকার করছে। এতে কিছু নৌকা শেষ মুহূর্তে সরে যেতে পেরেছিল।
তবে ধসে পড়া পাথরে একটি নৌকা পুরোপুরি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ধসে পড়া পাথরে তিনটি নৌযান ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত ৩২ জনের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বলেছেন লেফটেনেন্ট পেদ্রো আইহারা।
নিখোঁজদের সন্ধানে ডুবুরি ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।রোববার ভোর থেকে দ্বিতীয়দিনের মত উদ্ধার অভিযান শুরু হয়েছে।