রবিবার, ১১ জুন ২০২৩, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

বকশীগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থী ও অসহায়দের মাঝে কম্বল বিতরন করলেন ইউএনও

আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) ।।
জামালপুরের বকশীগঞ্জ  উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের   গ্রামের ‘নুরানী কিন্ডারগার্টেন ও হাফিজিয়া  মাদ্রাসা ও অসহায়দের  মাঝে  ও বিভিন্ন পরিবারের মাঝে রবিবার  বিকালে  শীতবস্ত্র কম্বল বিতরন করেছেন  ইউএনও মুনমুন জাহান লিজা।  উক্ত মাদ্রাসার  সরেজমিনে গিয়ে এবং কয়েকটি  গ্রামের  অসহায় পরিবারের মাঝে মোট ৬০টি কম্বল বিতরন করেন তিনি। দুর্যোগ ব্যাবস্হাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে বরাদ্দকৃত এসব কম্বল বিতরনকালে অন্যান্যর মধ্যে উপস্হিত ছিলেন  কামালপুর কো- অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের  শিক্ষক মেজবাউল হক তুহিনসহ আরো অনেকেই , ।
জানা যায়, উপজেলার কামালপুর এলাকার ‘নুরানী কিন্ডারগার্টেন ও হাফিজিয়া   মাদ্রাসায় প্রতি  শিক্ষার্থীকে  ১টি করে ৪০ জন শিশু শিক্ষার্থীকে মোট ৪০টি মানসম্মত কম্বল বিতরন করা হয়েছে। এছাড়া পার্শ্ববতী  বিভিন্ন গ্রামে  প্রতি দুস্হ্য পরিবারে ১টি করে ৬০টি পরিবারের মাঝে আরও ৬০টি কম্বল বিতরন করা সহ সর্বমোট ১০০টি শীতবস্ত্র কম্বল বিতরন করেন ইউএনও।
উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা বলেন, ” গ্রাম্য মাদ্রাসার বেশীরভাগ এতিম শিশুরা ফ্লোরে বিছানা ফেলে রাতে ঘুমায় বিধায় তারা তীব্র শীতাক্রান্ত হয়ে থাকে। তাই প্রতিটি  শিশু শিক্ষার্থীকে একটি করে মানসম্মত কম্বল দেওয়া হয়েছে। এতে শীতের কবল থেকে  শিশু শিক্ষার্থীরা শীত থেকে রক্ষা পাবে”। যেহেতু এটি পাহাড়ি এলাকায় তাই এইদিক শীত বেশী। পরে আরো গরীব অসহায়দের মাঝেও এ মানসম্মত কম্বল বিতরন করা হয়েছে বলেও তিনি জানান।

নির্বাচনে সবকটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে-প্রধান নির্বাচন কমিশনার

বকশীগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থী ও অসহায়দের মাঝে কম্বল বিতরন করলেন ইউএনও

প্রকাশের সময় : ০৭:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) ।।
জামালপুরের বকশীগঞ্জ  উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের   গ্রামের ‘নুরানী কিন্ডারগার্টেন ও হাফিজিয়া  মাদ্রাসা ও অসহায়দের  মাঝে  ও বিভিন্ন পরিবারের মাঝে রবিবার  বিকালে  শীতবস্ত্র কম্বল বিতরন করেছেন  ইউএনও মুনমুন জাহান লিজা।  উক্ত মাদ্রাসার  সরেজমিনে গিয়ে এবং কয়েকটি  গ্রামের  অসহায় পরিবারের মাঝে মোট ৬০টি কম্বল বিতরন করেন তিনি। দুর্যোগ ব্যাবস্হাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে বরাদ্দকৃত এসব কম্বল বিতরনকালে অন্যান্যর মধ্যে উপস্হিত ছিলেন  কামালপুর কো- অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের  শিক্ষক মেজবাউল হক তুহিনসহ আরো অনেকেই , ।
জানা যায়, উপজেলার কামালপুর এলাকার ‘নুরানী কিন্ডারগার্টেন ও হাফিজিয়া   মাদ্রাসায় প্রতি  শিক্ষার্থীকে  ১টি করে ৪০ জন শিশু শিক্ষার্থীকে মোট ৪০টি মানসম্মত কম্বল বিতরন করা হয়েছে। এছাড়া পার্শ্ববতী  বিভিন্ন গ্রামে  প্রতি দুস্হ্য পরিবারে ১টি করে ৬০টি পরিবারের মাঝে আরও ৬০টি কম্বল বিতরন করা সহ সর্বমোট ১০০টি শীতবস্ত্র কম্বল বিতরন করেন ইউএনও।
উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা বলেন, ” গ্রাম্য মাদ্রাসার বেশীরভাগ এতিম শিশুরা ফ্লোরে বিছানা ফেলে রাতে ঘুমায় বিধায় তারা তীব্র শীতাক্রান্ত হয়ে থাকে। তাই প্রতিটি  শিশু শিক্ষার্থীকে একটি করে মানসম্মত কম্বল দেওয়া হয়েছে। এতে শীতের কবল থেকে  শিশু শিক্ষার্থীরা শীত থেকে রক্ষা পাবে”। যেহেতু এটি পাহাড়ি এলাকায় তাই এইদিক শীত বেশী। পরে আরো গরীব অসহায়দের মাঝেও এ মানসম্মত কম্বল বিতরন করা হয়েছে বলেও তিনি জানান।