সাজ্জাদ হোসেন হৃদয়, কিশোরগঞ্জ।।
কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের তৃতীয় তলার সানশেডে তিনদিন ধরে আটকে পড়া বিড়ালকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল কর্মী।
রোববার (০৯ জানুয়ারি) দুপুর ৩টার দিকে সানশেডে আটকে পড়া বিড়ালের অবিরাম কান্না সইতে না পেরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে যোগাযোগ করেন ফিরোজা মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষক রাহুল আচার্য। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর কর্মীরা ভবনের তিন তলার সানশেড থেকে ১৫ মিনিটের অভিযানে বিড়ালটি উদ্ধার করতে সক্ষম হন।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. আবুজর গিফারী জানান, জীবন রক্ষা করাই হল আমাদের প্রধান ও প্রথম কাজ, সেটা মানুষ হোক আর যে কোন প্রাণীই হোক। দুপুরে আমাদেরকে একজন হৃদয়বান ব্যক্তি ফোন করে বিড়ালটি আটকে থাকার কথা জানালে, আমাদের একদল কর্মী দ্রুত ওই ঘটনাস্থলে ছুটে যায় এবং বিড়ালটিকে উদ্ধার করে।
নজরুল/বার্তাকণ্ঠ