প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৩:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২২, ৫:১৫ পি.এম
হবিগঞ্জে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।।
হবিগঞ্জের চুনারুঘাটে বিপুল পরিমাণ মাদক সহ এক মাদক ব্যবসায়ী কে মোটর সাইকেল সহ গ্রেফতার করেছে র্যাব ৯সিপিসি ১ (শায়েস্তা) হবিগঞ্জ ।
মঙ্গলবার (১১ জানুয়ারি ) বিকাল সাড়ে তিন ঘটিকায় হবিগঞ্জ বিচারক আদালতে মাধ্যমে মাদক ব্যবসায়ী কে মাদক আইনে মামলা দায় করে কারাগারে প্রেরণ করা হয়।
র্যাব-৯, সিপিসি-১ এর অভিযানে হবিগঞ্জ চুনারুঘাট হতে ৬০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসায়ী মোঃ তাহের মিয়া (৩৬) গ্রেফতার করা হয়!
আদালত ও র্যাব এর সুত্রে জানা যায় ,র্যাব-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-১, (শায়েস্তাগঞ্জ ক্যাম্প), হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১০ জানুয়ারি, ২০২২ ইং তারিখ রাত অনুমান ২১.৩০ ঘটিকায় সিপিসি-১ কোম্পানীর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ৬নং শাহজাহানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নোয়াহাটি টু সাতছড়ি গামী পাকা রাস্তার দক্ষিণ পার্শ্বে তেলিয়াপাড়া চা-বাগানের ভিতর হতে ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। উক্ত অভিযানের পাশাপাশি সিপিসি-১ কোম্পানীর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১০ জানুয়ারি ২০২২ ইং তারিখ রাত অনুমান ২২.৩০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ৭নং উবাহাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উলুকান্দি গ্রামস্থ নতুন ব্রীজ হতে বরমপুর গামী পাকা রাস্তার উলুকান্দি কোনারগাও ব্রীজের উপর হইতে ১০ (দশ) কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ তাহের মিয়া (৩৬), পিতা-মৃত আমির হোসেন, সাং-বরদলিয়া, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ’কে গ্রেফতার করে।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ সু-পরিকল্পিতভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিকট মাদক বিক্রয় করে আসছিল।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ মূলে ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক জব্দকৃত আলামত ও ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho