মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত, আহত ২

সড়ক দুর্ঘটনা - প্রতীকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি ।।
বালিয়াকান্দিতে দু,টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবা (১৪) নামে নবম শ্রেণীতে পড়া এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে কুষ্টিয়া শহরের রিপন শেখের মেয়ে ও স্থানীয় স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী মোড় এলাকায় এ দুঘর্টনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সাথে কথাবলে জানাগেছে, নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে ও স্কুল ছাত্রী সাবার মামা সালাউদ্দিনের মোটরসাইকেলে রামদিয়া থেকে নারুয়ার দিকে যাচ্ছিলো। বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী মোড় এলাকায় পৌছালে পাংশা উপজেলার বহলাডাঙ্গী গ্রামের মকবুল হোসেনের ছেলে নাসির উদ্দিনের মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ৩ জনই গুরুতর আহত হয়। আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্রী সাবাকে মৃত ঘোষণা করেন এবং নাসির উদ্দিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাসমত আলী মিয়া জানান, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থী মারা গেছে।

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত, আহত ২

প্রকাশের সময় : ০৯:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
রাজবাড়ী প্রতিনিধি ।।
বালিয়াকান্দিতে দু,টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবা (১৪) নামে নবম শ্রেণীতে পড়া এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে কুষ্টিয়া শহরের রিপন শেখের মেয়ে ও স্থানীয় স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী মোড় এলাকায় এ দুঘর্টনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সাথে কথাবলে জানাগেছে, নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে ও স্কুল ছাত্রী সাবার মামা সালাউদ্দিনের মোটরসাইকেলে রামদিয়া থেকে নারুয়ার দিকে যাচ্ছিলো। বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী মোড় এলাকায় পৌছালে পাংশা উপজেলার বহলাডাঙ্গী গ্রামের মকবুল হোসেনের ছেলে নাসির উদ্দিনের মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ৩ জনই গুরুতর আহত হয়। আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্রী সাবাকে মৃত ঘোষণা করেন এবং নাসির উদ্দিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাসমত আলী মিয়া জানান, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থী মারা গেছে।