প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২২, ১০:১৪ পি.এম
হবিগঞ্জের চাঞ্চল্যকর আবু মিয়া হত্যাকান্ডের পরিকল্পনাকারী পারুল গ্রেফতার

মীর দুলাল,হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আহম্মদাবাদ ইউনিয়নের রানীকোড গ্রামের চাঞ্চল্যকর আবু মিয়া হত্যাকান্ডের পরিকল্পনাকারী পারুল কে গ্রেফতার করেছে পুলিশ।
কখনো মানবাধিকার কর্মী, কখনো সাংবাদিক, কখনো পরিবেশকর্মী ইত্যাদি পরিচয়ে চলাচল ছিল তাঁর।
সাধারণ মানুষের কাছে ভিন্ন পরিচয়ে পরিচিত হয়ে ধোঁকা দিয়ে ফায়দা লুটাই ছিল যেন তাঁর স্বভাব। চুনারুঘাটে এই বহুরূপী পারুল কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
গত সোমবার পারুলকে গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ।
মঙ্গলবার(১১জানুয়ারি ) বিকালে চুনারুঘাট থানা পুলিশের মাধ্যমে হবিগঞ্জ বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পন্ডিত মিয়া বাদীহয়ে ৩২৫/৩২৪/৩২৩/৩০৭/ ধারায় পারুলসহ ৪ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগ টি মামলা আকারে গ্রহন করে তাকে গ্রেফতার করে পুলিশ।
পারুল বিষয়ে আরো জানা যায়, রানীকোট গ্রামের চাঞ্চল্যকর আবু মিয়া হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী হলেও প্রভাবশালী একটি মহল জোর তদবিরে এজহারে নাম না থাকায় ছলচাতুরীর মধ্যে বেঁচে যায় পারুল আক্তার।
আবু মিয়া হত্যা মামলার বাদী মানিক মিয়া বলেন পারুল আমার পিতা হত্যার মূল পরিকল্পনাকারীর একজন,কিন্তু প্রভাবশালী একটি মহলের চাপে এবং আমি শোকাহত অবস্থায় মামলার এজাহার দায়ের করায় এজাহারে পারুল আক্তার এর নাম আসেনি।
পরবর্তীতে আমি পুলিশ সুপার বরাবর আসামি পারুল আক্তার কে সংযুক্ত করার একটি আবেদন করিলে হবিগঞ্জের পুলিশ সুপার চুনারুঘাট থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
পারুল আক্তার বিভিন্ন জায়গায় মানবাধিকার কর্মীর পরিচয়ে সে সাধারণের কাছ থেকে অনেক টাকাও হাতিয়ে নিয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জএম আলী আশরাফ তিনি জানান। বাদী পক্ষের অভিযোগ দাখিলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho