মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।।
হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুনীতি দমন কমিশনের অভিযান পরিচালনা করা হয়!
হবিগঞ্জে দালালদের উপদ্রব বৃদ্ধিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগের জেরে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার (১২ জানুয়ারি) হবিগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন থেকে জানা যায় , মঙ্গলবার বিকালে সোয়া ২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়!
এ সময় পাসপোর্ট অফিসে কর্মরত দের ব্যাপক জিজ্ঞাসা করা হয়।একটি কক্ষে নিয়ে তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে রাখা হয়। পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা কয়েকশ’ মানুষ অফিসের সামনে জড়ো হয়ে থাকেন।
দুদক হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়।
সেসময় বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন তারা।
দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বলেন, দালালের উপদ্রব বৃদ্ধিসহ ভুক্তভোগীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।
এ সময় হবিগঞ্জ পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক আইরিন আক্তার ডালিয়াকে কর্মস্থলে পাওয়া যাননি !
উনা সাথে যোগাযোগ করলে তিনি জানান দাপ্তরিক কাজে সিলেটের বিভাগীয় কার্যালয়ে যাচ্ছেন!