মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুর্জয় আহমেদ উজ্জল (৪১) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সদস্যরা।
তিনি শায়েস্তাগঞ্জ থানার বিরামচর গ্রামের মোঃ তৈয়ব আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান,
বুধবার (১২ জানুয়ারি) মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি অভিযানিক দল শায়েস্তাগঞ্জ থানার বিরামচর এলাকা থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী উজ্জলকে গ্রেফতার করে থানা পুলিশ সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব তিনি জানান, গ্রেফতারকৃত আসামীকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।