বেনাপোল প্রতিনিধি ।।
ভারত থেকে করোনা পজিটিভ হয়ে পলাশ চন্দ্র দাস (৩৬) নামের এক ব্যক্তি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে তিনি দেশে ফেরেন। তাঁকে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
পলাশ চন্দ্র দাস যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেল বাড়িয়া গ্রামের বাসিন্দা। চিকিৎসা ভিসা নিয়ে তিনি ভারতে যান। তার পাসপোর্ট নম্বর-ইজে, ০০৯৫৫৪৪।
এব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইউছুফ আলী জানান, ওই ব্যক্তি করোনার অমিক্রন ধরনে সংক্রমিত কি না, তা পরীক্ষা করা হবে।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি রাজু আহমেদ জানান, ভারত থেকে ফেরত আসা ওই ব্যক্তির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় করোনা পজিটিভ বলে নিশ্চিত করেন ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. সুভাশিস রায়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি গত মাসে চিকিৎসার জন্য ভারতে যান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho