পাবনা থেকে আলমগীর কবির পল্লব ।।
পাবনার আমিনপুরের রানীনগর ইউনিয়নের বাঘুলপুর বাজারে বৃহস্পতিবার ১৩ (জানুয়ারি) রাতে একটি দোকানে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে গ্রেফতার করেছে আমিনপুর থানার পুলিশ সদস্যরা।
গ্রেফতারকৃত আসামিরা হলেন – পাবনা জেলার আমিনপুর উপজেলার একই গ্রামের বাঘুলপুরের মোঃ খিদির আলীর ছেলে রুহুল আমিন(৩০), সুকুমারের ছেলে সুজন(৩২), মৃত- মতিয়ার রহমানের ছেলে হামিদুর (৫০), শহীদের ছেলে জাহাঙ্গীর(৩৫), মৃত- মসলেমের ছেলে ফরহাদ(৪০), মৃত- হাকিমের ছেলে ইবাদত (৫১),মৃত- রঞ্জিতের ছেলে অসিত(৪৭), মৃত- রাহাদের ছেলে কাশেম(৬৫),মৃত- ছয়েদের ছেলে কালাম(৫৫),মৃত- জিন্নাতের ছেলে রফিকুল (২৮), মকবুলের ছেলে তৌহিদ(৩২),মৃত- নরেনের ছেলে গোবিন্দ (৪২)।
জানা যায়, এদের মধ্যে ১নং আসামী মো রুহুল আমিন ও ১০নং আসামী রফিকুল আলহাজ ঈমান আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং ৪নং আসামী জাহাঙ্গীর বাঘুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী পদে চাকুরী করেন ।এছাড়াও ৬নং আসামী ইবাদত আলহাজ ঈমান আলী উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য এবং ১১ নং আসামী তৌহিদ হাসান আলহাজ ঈমান আলী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রওশন আলী জানান,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে পুলিশের একটি অভিযানিক দল বাঘুলপুর বাজারের মিজানুর রহমান মোল্লার মার্কেটের ২য় তলায় একটি দোকানে অভিযান চালিয়ে ২ শিক্ষক ১দপ্তরিসহ ১২ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
আসামীদের বিরুদ্ধে আমিনপুর থানায় একটি মামলা হয়েছে। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
নজরুল/বার্তাকণ্ঠ
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।