যশোর প্রতিনিধি ।।
যশোরে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম হারানো ৩০টি মোবাইল ফোন উদ্ধার করেছে। একই সময়ে তারা ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেয়া ৬০ হাজার টাকাও উদ্ধার করে। একইসাথে সামাজিক মাধ্যমে হয়রানির শিকার ৪ জনকে সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাইবার অপরাধের সাথে জড়িতদের ব্যাপারে এখন থেকে সর্বোচ্চ কঠোর অবস্থান নেয়া হবে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার জানান, যশোরে পুলিশের সাইবার ক্রামইম ইনভেস্টিগেশন ইউনিট অল্প কিছু সময় হলো স্থাপন করা হয়েছে। তখন থেকেই আমরা এ বিষয়টির ওপর গুরুত্বারোপ করি। এবং সফলতা পেতেও শুরু করি। আমরা কিছু অভিযোগ ও সাধারণ ডায়েরির সূত্র ধরে কাজ শুরু করি। এরপর গত দু’মাসে একে একে হারিয়ে যাওয়া ৩০টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। শনিবার এসব ফোনের মালিকের কাছে সেগুলো হস্তান্তর করা হয়।
একইসাথে ভুলবশতঃ বিকাশে চলে ৬০ হাজার ১শ’ ৫০ টাকা উদ্ধার করেও তা মালিককে ফেরত দেয়া হয়েছে।