যশোর ব্যুরো ||
যশোরের শার্শায় আম গাছে স্প্রে করতে যেয়ে গাছ থেকে পড়ে জমিরুদ্দিন(৪০) নামে এক দিনমজুর চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৫ জানুয়ারি) রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা যান তিনি। গত বৃহস্পতিবার সকালে উপজেলা চালিতাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জমির উদ্দিন উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের লালু সরদারের ছেলে।
নিহতের ভাই আছির উদ্দিন জানান,গত বৃহস্পতিবার সকালে একই এলাকার রেজাউলের আম বাগানে স্প্রে করতে যেয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে, স্থানীয়রা আহত জমির উদ্দিন কে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় সার্জারি বিভাগের চিকিৎসক জাফর শনিবার রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নজরুল/বার্তাকণ্ঠ