শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শার্শায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৪, গুরুতর ১ জনকে ঢাকায় রেফার

প্রতীকী ছবি

বেনাপোল প্রতিনিধি ।।

শোরের শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার গোড়পাড়া গ্রামের এই ঘটনা ঘটে। যাদের মধ্যে পিকুল হোসেন নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

আহতরা হলেন, গোড়পাড়া গ্রামের আব্দুর আলীর ছেলে পিকুল হোসেন (২২), ইদ্রিস আলী (২০), আব্দুল আজীজের ছেলে বাবু (২২) ও আব্দুর রশীদের ছেলে রাব্বি (২০)।

আহত পিকুল বলেন, সকালে খলিল মেম্বারের লোকজন আমাদের এক ছোট ভাইকে মারপিট করেন। পরে আমরা কয়েকজন মিলে সেখানে যায়।

মারপিটের কারণ জানতে চাইলে তারা আবারো লাঠিসোটা ও অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালান। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা যশোর সদর হাসপাতালে ভর্তি হয়।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোরসালিনুর রহমান জানান, আহতদের মধ্যে একজনের শরীরে অধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে ঢাকায় রেফার করা হয়েছে। অন্যদের হালকা আঘাত লেগেছে। তাদের চিকিৎসার জন্য ভর্তি রাখা হয়েছে।

শার্শায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৪, গুরুতর ১ জনকে ঢাকায় রেফার

প্রকাশের সময় : ০৯:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২

বেনাপোল প্রতিনিধি ।।

শোরের শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার গোড়পাড়া গ্রামের এই ঘটনা ঘটে। যাদের মধ্যে পিকুল হোসেন নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

আহতরা হলেন, গোড়পাড়া গ্রামের আব্দুর আলীর ছেলে পিকুল হোসেন (২২), ইদ্রিস আলী (২০), আব্দুল আজীজের ছেলে বাবু (২২) ও আব্দুর রশীদের ছেলে রাব্বি (২০)।

আহত পিকুল বলেন, সকালে খলিল মেম্বারের লোকজন আমাদের এক ছোট ভাইকে মারপিট করেন। পরে আমরা কয়েকজন মিলে সেখানে যায়।

মারপিটের কারণ জানতে চাইলে তারা আবারো লাঠিসোটা ও অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালান। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা যশোর সদর হাসপাতালে ভর্তি হয়।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোরসালিনুর রহমান জানান, আহতদের মধ্যে একজনের শরীরে অধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে ঢাকায় রেফার করা হয়েছে। অন্যদের হালকা আঘাত লেগেছে। তাদের চিকিৎসার জন্য ভর্তি রাখা হয়েছে।