
যশোরের শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন।
শনিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার গোড়পাড়া গ্রামের এই ঘটনা ঘটে। যাদের মধ্যে পিকুল হোসেন নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
আহতরা হলেন, গোড়পাড়া গ্রামের আব্দুর আলীর ছেলে পিকুল হোসেন (২২), ইদ্রিস আলী (২০), আব্দুল আজীজের ছেলে বাবু (২২) ও আব্দুর রশীদের ছেলে রাব্বি (২০)।
আহত পিকুল বলেন, সকালে খলিল মেম্বারের লোকজন আমাদের এক ছোট ভাইকে মারপিট করেন। পরে আমরা কয়েকজন মিলে সেখানে যায়।
মারপিটের কারণ জানতে চাইলে তারা আবারো লাঠিসোটা ও অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালান। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা যশোর সদর হাসপাতালে ভর্তি হয়।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোরসালিনুর রহমান জানান, আহতদের মধ্যে একজনের শরীরে অধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে ঢাকায় রেফার করা হয়েছে। অন্যদের হালকা আঘাত লেগেছে। তাদের চিকিৎসার জন্য ভর্তি রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho