নাজমুল ইসলাম,শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।
দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুবলারচরের শুঁটকি জেলেরা গত তিন যাবৎ সাগরে মাছ ধরতে পারছেনা। সাগর উত্তাল থাকায় জেলেরা নিরাপদ আশ্রয় নিয়েছে।
দুবলা ফিসারমেন গ্রুপের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন আহমেদ দুবলারচর থেকে মুঠোফোনে জানান, গত তিনদিন যাবৎ বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল। ঝড়ো হাওয়ার সাথে হালকা ধরনের বৃষ্টিপাতে দুবলার কয়েক হাজার জেলে জবুথবু অবস্থায় রয়েছে। প্রবল ঢেউয়ের কারণে সাগরে মাছ ধরা বন্ধ রেখে জেলেরা নৌকা ট্রলার নিয়ে দুবলার আলোরকোল, মেহেরআলী, মাঝেরকেল্লাসহ আশে পাশের ছোট ছোট খালে নিরাপদ আশ্রয় নিয়েছে।
দুবলার মাঝেরকেল্লা থেকে পিরোজপুরের জেলে আলাল হোসেন শনিবার দুপুরে মোবাইল ফোনে জানান, মঙ্গলবার রাত থেকে হঠাৎ করে প্রবল ঝড়ো বাতাসের সাথে হালকা বৃষ্টিতে সাগর বিক্ষুব্ধ হয়ে ওঠায় গত তিনধরে আমরা সাগরে মাছ ধরতে যেতে পারছিনা।
জেলে পল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় মোবাইল ফোনে বলেন, শনিবার দুপুর পর্যন্ত দুবলা অঞ্চলে হালকা বৃষ্টিপাত হয়েছে সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরা বন্ধ রেখে নিরাপদ আশ্রয় নিয়েছে।
নজরুল/বার্তাকণ্ঠ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho