পাবনা থেকে আলমগীর কবির পল্লব ।।
আজ ১৭ই জানুয়ারী সকাল ১১টার দিকে পাবনা কাশিনাথপুর মহাসড়কের দ্বারিয়াপুর নামক স্থানে বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মটরসাইকেল আরহী নিহত হয় । পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং ঘাতক বাসটিকে আটক করে । তবে ঘটনার পর পরেই বাসের সকল স্টাফ পালিয়ে যায় ।নিহত মটরসাইকেল আরহীর বাড়ী পাবনা ফরিদপুরের হাদল গ্রামে ।
অপদিকে একই দিনে সকাল সাড়ে ১০টার জেলার কাশিনাথপুর পল্লী বিদ্যুতের সামনে আরেকটি দূর্ঘটনা ঘটে । এসময় বগুড়া থেকে ছেড়ে আসা নগরবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস উল্টে একটি ওয়ার্কসপের দোকানে ঢুকে পড়ে । এতে এক শিশুসহ প্রায় ৫জন আহত হয় । পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।