নাজমুল ইসলাম. শরণখোলা ( বাগেরহাট)প্রতিনিধি ।।
বাগেরহাটের শরণখোলায় দরিদ্র শীতার্তদের কম্বল দিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। গত বুধবার থেকে সোমবার পর্যন্ত ব্যাংকের শরণখোলা শাখা ৪০০ মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেছে।
তীব্র শীতে কম্বল পেয়ে কৃষি শ্রমিক হারুন হাওলাদার, হোটেল শ্রমিক আবু ছালেহ, ভ্যানচালক আ. রহমান, সুফিয়া বেগমসহ হতদরিদ্ররা আনন্দ প্রকাশ করেন।
শরণখোলা শাখা ব্যবস্থাক মো. সোহেল রানার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবির, শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক হুমায়ুন কবির প্রমূখ।
শাখা ব্যবস্থাপক মো. সোহেল রানা বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক শরণখোলা শাখা করোনার শুরু থেকে শত শত অসহায় মানুষকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীসহ বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায় দরিদ্র শীতার্তদের কম্বল দেওয়া হয়েছে। ব্যাংকের মাধ্যমে আর্ত-মানবতার সেবা অব্যাহত থাকবে।
নজরুল/বার্তাকণ্ঠ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho