যশোর প্রতিনিধি ।।
মাঠে কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত মর্টার সেল বিস্ফোরণে যশোরে বাদশা মোল্লা (৩০) নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন। তিনি যশোর শহরতলীর শেখহাটি মুন্সিপাড়ার মৃত বাবলু মোল্লার ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে আহত বাদশার বাড়িতে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানিয়েছেন, ছয় মাস আগে ওই গ্রামের পুবের মাঠের আব্দুর রউফের গভীর নলকুপের পেছনে পরিত্যক্ত অবস্থায় ১৮ ইঞ্জি লম্বা লোহার বস্তু দেখতে পান। তিনি সেটি বাড়িতে এনে একটি প্যাকেটের মধ্যে রেখে দেন। লোহার জিনিসটি পিতল ভেবে ভাংড়ির দোকানে বিক্রির জন্য সিদ্ধান্ত নেন।
সোমবার বিকালে বাড়ির পাশে একটি ইটের ওপর বস্তুটি রেখে হাতুড়ি দিয়ে আঘাত করেন তিনি। সঙ্গে সঙ্গে সেটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় মারাত্মক জখম হন তিনি। তার হাত, বুক, পেট এবং মুখমণ্ডলের কিছু অংশ ঝলসে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সংবাদ পেয়ে পুলিশ সেখানে যায়।
তাসমীম আলম জানিয়েছেন, বাদশা মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন। বিস্ফোরিত বস্তুটি মূলত মর্টার শেল। তবে এটির বয়স কত তা এখনও জানা যায়নি। মাঠে কিভাবে মর্টারশেলটি পাওয়া গেল তা তদন্ত করে দেখছে পুলিশ।
নজরুল/বার্তাকণ্ঠ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho