বিনোদন ডেস্ক ।।
চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে (৩৫) পারিবারিক কলহের জেরে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমকে এ কথা বলেন জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিমুকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন তার স্বামী সাখাওয়াত আলী নোবেল।
এর আগে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল এবং তার বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করে র্যাব। সোমবার দিবাগত রাতে র্যাব তাদের জিজ্ঞাসাবাদ শেষে আটক করে। পরে শিমুর স্বামী সাখাওয়াত জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। গাড়িটিতে রক্তের দাগ আছে।