নাজমুল ইসলাম, শরণখোলা বাগেরহাট ।।
বাগেরহাটের শরণখোলায় গৃহস্থের পুকুর থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের জীতেন গাইন বাড়ির পুকুর থেকে সাপটি উদ্ধার করা হয়।
পূর্ব সুন্দরবনের শরনখোলা ষ্টেশন কর্মকর্তা মোঃ আঃ মান্নান জানান, বন সংলগ্ন উত্তর তাফালবাড়ি গ্রামের বাসিন্দা জীতেন গাইন তার পুকুরে একটি অজগর সাপটি দেখতে পেয়ে স্থানীয় বন সুরক্ষা বিষয়ক ওয়াইল্ড টীম ও ভিটি আরটির সদস্যদের খবর দেয়। তারা সাপটি উদ্ধার করে শরণখোলা ষ্টেশন অফিসে নিয়ে আসলে বনরক্ষিদের সহায়তায় সেটি বনে অবমুক্ত করা হয়। ১০ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ১০ কেজি।
নজরুল/বার্তাকণ্ঠ
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।