শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন কোচের ওপর আস্থা রাখছেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা ঢাকায় এসেছেন চার দিন হলো। গতকাল (বুধবার, ১৯ জানুয়ারি) ৩৭ বছর বয়সী স্প্যানিশ কোচের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চুক্তি স্বাক্ষরের পর কোচের হাতে লাল-সবুজ জার্সি তুলে দিয়েছেন জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। বাফুফের এই কর্তার বিশ্বাস, নতুন কোচ দলকে উজ্জীবিত করতে পারবেন।

বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কাজী নাবিল বলেছেন, ‘কোচ এখন থেকে ডিসেম্বর পর্যন্ত থাকবেন। আগামী শুক্রবার থেকে বিভিন্ন ক্লাব পরিদর্শন করবেন। শুরুতে আবাহনী ক্লাবে যাবেন। বাকি সব ক্লাবের সঙ্গে যোগাযোগ করছি, সেখানেও যাবেন।’

এবারের প্রিমিয়ার লিগ হবে ৭ ভেন্যুতে। সেখানেও কাবরেরা যাবেন খেলা দেখতে। করবেন পর্যবেক্ষণ। স্প্যানিশ কোচের নিয়োগের আগে তার সম্পর্কে সবকিছু জেনে নিয়েছে বাফুফে। ঢাকায় আসার পর কোচের সঙ্গে দুই দফা আলোচনাও হয়েছে। সেই সূত্র ধরে কাজী নাবিল বলেছেন, ‘কোচের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা আছে। আগে বিভিন্ন জায়গায় কাজ করেছেন। আমার দৃঢ় বিশ্বাস তার এফোর্ট, তার তারুণ্য-উদ্দীপনা আমাদের দলকে আরও বেশি উজ্জীবিত করবে। এরইমধ্যে আমাদের কিছু কনসার্নের কথা শেয়ার করেছি। গত এক বছরের খেলার ভিডিও দেওয়া হবে। বর্তমানে কী অবস্থায় আছে তাও দেখতে হবে।’

আগামী ২৪ ও ২৭ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে করোনাভাইরাসের টিকা ইস্যুতে এখন তা হচ্ছে না। আগামী মার্চে প্রীতি ম্যাচ খেলার আশাবাদ ব্যক্ত করে বাফুফে সহ-সভাপতি বলেছেন, ‘চার-পাঁচটি দেশের সঙ্গে যোগাযোগ করছি। আশা করছি, মার্চে কোভিড পরিস্থিতি ভালো থাকলে আমাদের দেশে কিংবা অন্য কোনও দেশে গিয়ে ম্যাচ খেলতে পারবো। এরমধ্যে জাতীয় দলের ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত আছে। আশা করছি, এর আগেই সবকিছু সম্পন্ন করতে পারবো।’

গত দুটি টুর্নামেন্টে শেষ মুহূর্তে গোল হজম করে বাংলাদেশ ফাইনাল খেলতে পারেনি। কাবরেরাকে পাশে রেখে সেই দুঃসহ স্মৃতি তুলে ধরলেন কাজী নাবিল, ‘নতুন কোচের সঙ্গে পরশু সালাউদ্দিন ভাই ও আমি সভা করেছিলাম। র‌্যাঙ্কিং ও বিগত কয়েকটি খেলার কথা বলেছি। বিগত দুটি টুর্নামেন্টে আমাদের মিসের কথা বলেছি। প্রায় হতে গিয়ে (ফাইনালে ওঠা) কিন্তু দুটি টুর্নামেন্টে হয়নি। আমাদের দুর্বলতা কোথায় কোথায় আছে তা বলেছি।’

নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরে এই সংগঠক বলেছেন, ‘একটা জিনিস চাই এই বছরে। আমাদের লিগ প্রায় ৫-৬ মাস ধরে চলবে। আমরা চাই আমাদের ক্লাবগুলোর সঙ্গে স্ট্রং এনগেজমেন্টের মাধ্যমে খেলোয়াড়দের মোটিভেট করতে। যেন যথেষ্ট পরিমাণ খেলোয়াড় থাকে।’

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের বারবারই শেষ মুহূর্তে ছিটকে যাওয়াটা সবাইকে বেশ ব্যথিত করেছে। বাফুফের এই কর্তার আক্ষেপও কম নয়, ‘আমার কাছেও বিষয়টি আক্ষেপের হয়ে যাচ্ছে। প্রায় বারবারই আমরা শেষ ৫ মিনিট, ১২ মিনিট, ১০ মিনিটের জন্য ফল পাচ্ছি না। হতে গিয়েও হচ্ছে না। ২০১৯ সালের অক্টোবরে ভারতের সল্টলেকেও দেখেছি ম্যাচটি। সেটা ব্রেক করার জন্য চেষ্টা করতে হবে।

নতুন কোচের ওপর আস্থা রাখছেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল

প্রকাশের সময় : ০৩:৩০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা ঢাকায় এসেছেন চার দিন হলো। গতকাল (বুধবার, ১৯ জানুয়ারি) ৩৭ বছর বয়সী স্প্যানিশ কোচের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চুক্তি স্বাক্ষরের পর কোচের হাতে লাল-সবুজ জার্সি তুলে দিয়েছেন জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। বাফুফের এই কর্তার বিশ্বাস, নতুন কোচ দলকে উজ্জীবিত করতে পারবেন।

বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কাজী নাবিল বলেছেন, ‘কোচ এখন থেকে ডিসেম্বর পর্যন্ত থাকবেন। আগামী শুক্রবার থেকে বিভিন্ন ক্লাব পরিদর্শন করবেন। শুরুতে আবাহনী ক্লাবে যাবেন। বাকি সব ক্লাবের সঙ্গে যোগাযোগ করছি, সেখানেও যাবেন।’

এবারের প্রিমিয়ার লিগ হবে ৭ ভেন্যুতে। সেখানেও কাবরেরা যাবেন খেলা দেখতে। করবেন পর্যবেক্ষণ। স্প্যানিশ কোচের নিয়োগের আগে তার সম্পর্কে সবকিছু জেনে নিয়েছে বাফুফে। ঢাকায় আসার পর কোচের সঙ্গে দুই দফা আলোচনাও হয়েছে। সেই সূত্র ধরে কাজী নাবিল বলেছেন, ‘কোচের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা আছে। আগে বিভিন্ন জায়গায় কাজ করেছেন। আমার দৃঢ় বিশ্বাস তার এফোর্ট, তার তারুণ্য-উদ্দীপনা আমাদের দলকে আরও বেশি উজ্জীবিত করবে। এরইমধ্যে আমাদের কিছু কনসার্নের কথা শেয়ার করেছি। গত এক বছরের খেলার ভিডিও দেওয়া হবে। বর্তমানে কী অবস্থায় আছে তাও দেখতে হবে।’

আগামী ২৪ ও ২৭ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে করোনাভাইরাসের টিকা ইস্যুতে এখন তা হচ্ছে না। আগামী মার্চে প্রীতি ম্যাচ খেলার আশাবাদ ব্যক্ত করে বাফুফে সহ-সভাপতি বলেছেন, ‘চার-পাঁচটি দেশের সঙ্গে যোগাযোগ করছি। আশা করছি, মার্চে কোভিড পরিস্থিতি ভালো থাকলে আমাদের দেশে কিংবা অন্য কোনও দেশে গিয়ে ম্যাচ খেলতে পারবো। এরমধ্যে জাতীয় দলের ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত আছে। আশা করছি, এর আগেই সবকিছু সম্পন্ন করতে পারবো।’

গত দুটি টুর্নামেন্টে শেষ মুহূর্তে গোল হজম করে বাংলাদেশ ফাইনাল খেলতে পারেনি। কাবরেরাকে পাশে রেখে সেই দুঃসহ স্মৃতি তুলে ধরলেন কাজী নাবিল, ‘নতুন কোচের সঙ্গে পরশু সালাউদ্দিন ভাই ও আমি সভা করেছিলাম। র‌্যাঙ্কিং ও বিগত কয়েকটি খেলার কথা বলেছি। বিগত দুটি টুর্নামেন্টে আমাদের মিসের কথা বলেছি। প্রায় হতে গিয়ে (ফাইনালে ওঠা) কিন্তু দুটি টুর্নামেন্টে হয়নি। আমাদের দুর্বলতা কোথায় কোথায় আছে তা বলেছি।’

নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরে এই সংগঠক বলেছেন, ‘একটা জিনিস চাই এই বছরে। আমাদের লিগ প্রায় ৫-৬ মাস ধরে চলবে। আমরা চাই আমাদের ক্লাবগুলোর সঙ্গে স্ট্রং এনগেজমেন্টের মাধ্যমে খেলোয়াড়দের মোটিভেট করতে। যেন যথেষ্ট পরিমাণ খেলোয়াড় থাকে।’

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের বারবারই শেষ মুহূর্তে ছিটকে যাওয়াটা সবাইকে বেশ ব্যথিত করেছে। বাফুফের এই কর্তার আক্ষেপও কম নয়, ‘আমার কাছেও বিষয়টি আক্ষেপের হয়ে যাচ্ছে। প্রায় বারবারই আমরা শেষ ৫ মিনিট, ১২ মিনিট, ১০ মিনিটের জন্য ফল পাচ্ছি না। হতে গিয়েও হচ্ছে না। ২০১৯ সালের অক্টোবরে ভারতের সল্টলেকেও দেখেছি ম্যাচটি। সেটা ব্রেক করার জন্য চেষ্টা করতে হবে।