আলমগীর কবির পল্লব, পাবনা প্রতিনিধি ।।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পাবনা আমিনপুর থানার নাটিয়াবাড়ী নামক স্থানে অজ্ঞাত এক পাগলীর গর্ভে জন্ম নিয়েছে ফুটফুটে একটি ছেলে সন্তান ।
স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিলে তাৎক্ষনিক ঘটনাস্থলে যান আমিনপুর থানার এসআই মাহমুদুল ইসলাম । সাথে সাথে দুজনকে এ্যাম্বুলেন্স করে নিকটস্থ কাশিনাথপুর ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে আসেন । হাসপাতাল কর্তৃপক্ষ মানবতার পরিচয় দিয়ে তাদেরকে নিবিড় পরিচর্যা করেন এবং বিনামূল্যে মা ও নবজাতকের সকল খরচ বহন করেন ।
ক্রিসেন্ট হাসপাতালের মালিক পক্ষে সাংবাদিকদের সাথে কথা বলেন, জনাব মোঃ মোকলেছুর রহমান ( মকু) ।
তিনি জানান, আমরা হাসপাতালের পক্ষ থেকে সকল ধরনের সাহায্য সহযোগীতা করছি এবং প্রশাসনের সাথে পরামর্শ করে যেটা ভালো হয় তাই করা হবে । বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন ।
এদিকে খবর পেয়ে আশপাশের লোকজন একনজর মা ও শিশুটিকে দেখতে হাসপাতালে ছুটে আসছেন ।
আবার অনেকেই শিশুটিকে লালন পালন করার জন্য নিতে খুবই আগ্রহ দেখাচ্ছে ।