রবিবার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

করোনায় অর্ধেক লোকবলে চলবে অফিস-আদালত

ঢাকা ব্যুরো।।দেশে দ্রুত গতিতে করোনার সংক্রমণ বাড়ায় নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বিধিনিষেধে অন্য নি্র্দেশনার পাশাপাশি অর্ধেক লোকবল দিয়ে অফিস-আদালত পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদদপ্তরের আয়োজিত দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিশেষ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় মন্ত্রী বলেন, এটা খুব শিগগিরই প্রজ্ঞাপন আকারে চলে আসবে। গণপরিবহনে যাতে ভোগান্তি না হয়, সেজন্য অর্ধেক লোক দিয়ে অফিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাহিদ মালেক আরও বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণেই এই বিধিনিষেধ। সংক্রমণ যাতে কমে সেজন্য এই সিদ্ধান্ত। সবাইকেই এগুলো মেনে চলতে হবে। এর আগেও বিধিনিষেধ দেওয়া হয়েছে, সেগুলো কার্যকরের চেষ্টা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

 

মহাশক্তিশালী সুপার টাইফুন ‘বেটি’ধেয়ে আসছে প্রবল শক্তিতে

করোনায় অর্ধেক লোকবলে চলবে অফিস-আদালত

প্রকাশের সময় : ০৭:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২

ঢাকা ব্যুরো।।দেশে দ্রুত গতিতে করোনার সংক্রমণ বাড়ায় নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বিধিনিষেধে অন্য নি্র্দেশনার পাশাপাশি অর্ধেক লোকবল দিয়ে অফিস-আদালত পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদদপ্তরের আয়োজিত দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিশেষ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় মন্ত্রী বলেন, এটা খুব শিগগিরই প্রজ্ঞাপন আকারে চলে আসবে। গণপরিবহনে যাতে ভোগান্তি না হয়, সেজন্য অর্ধেক লোক দিয়ে অফিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাহিদ মালেক আরও বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণেই এই বিধিনিষেধ। সংক্রমণ যাতে কমে সেজন্য এই সিদ্ধান্ত। সবাইকেই এগুলো মেনে চলতে হবে। এর আগেও বিধিনিষেধ দেওয়া হয়েছে, সেগুলো কার্যকরের চেষ্টা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।