প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২২, ৪:২৯ পি.এম
ফুলবাড়িয়ায় সন্ত্রাসী কায়দায় জোর পূর্বক ভূমি দখল

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলাধীন ৬নং ফুলবাড়িয়া ইউনিয়নের আন্ধারিয়াপাড়া গ্রামের (হুকুমচাদা)নিরীহ বাদী মোঃ আবুল কালাম (৫৬), পিতা- মৃত সিরাজুল আলী মন্ডল, খতিয়ান নং-৫১৯, হাল দাগ নং -২৬০৯, ৩২ শতাংশের কিছু অংশ ১০/১২ জনের সঙ্গবদ্ধ লোক
সন্ত্রাসী কায়দায় ভুমি দখলের অভিযোগ উঠেছে।
সরেজমিনে জানা যায়, বিবাদী মোঃ সেলিম (৪৫), মোঃদেলোয়ার হোসেন (৫০) সাং- আন্ধারিয়াপাড়া (করাতিপাড়া)। ১০/১২ জনের সন্ত্রাসী লোকজন নিয়ে আবুল কালামের পৈত্রিক সম্পত্তি ভেকু দিয়ে মাটি ভরাট করে। জমির মালিক বাদী বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালাগালি করে এবং হাত-পা ভেঙে মেরে ফেলার হুমকি দেয়। এঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। বাদী কোন উপায় না পেয়ে
সুবিচারের আশায় ফুলবাড়িয়া থানায় শুক্রবার (২০ জানুয়ারি) একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে পাশের জমির মালিক মোঃ ফজলুল হক (মোতালেব মাষ্টার) জানান, বিবাদীরা আইন অমান্যকারী, দাঙ্গাবাজ ও অত্যন্ত খারাপ প্রকৃতির লোক। এরা জোর করে মাটি ভরাট করছে, এলাকাবাসী হিসেবে এর সুষ্ঠু বিচার দাবি করছি।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, অভিযোগটি আমলে নিয়েছি। উক্ত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
নজরুল/বার্তাকণ্ঠ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho