আন্তর্জাতিক ডেস্ক ।।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে চলতি মাসেই দুইবার হাসপাতালে ভর্তি হলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
শনিবার মাহাথির মোহাম্মদের এক মুখপাত্র গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মাহাথির মোহাম্মদকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে।
৯৬ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী এর আগে গত ৯ জানুয়ারি ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন। তখন একটি অপারেশনের পর গত সপ্তাহে বাসায় ফিরেছিলেন তিনি। তবে সপ্তাহ না ঘুরতেই আবারও হাসপাতালে যেতে হলো বর্তমান এই সংসদ সদস্যকে।
মাহাথির মোহাম্মদের মুখপাত্র তার হাসপাতালে ভর্তির কথা জানালেও ঠিক কি কারণে তিনি আবার হাসপাতালে ভর্তি হয়েছেন সেটির ব্যাপারে কিছুই জানাননি।
চলতি মাসে এই দুইবার ব্যাতীতই গত ডিসেম্বরেও একবকার হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিলো টানা ২২ বছরের এই সাবেক প্রধানমন্ত্রীকে।