প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৯:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২২, ৬:১৯ পি.এম
কালুখালীতে কাভার্ডভ্যানের চাপায় শিশু নিহত

রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাইকারা মোর নামক স্থানে কাভার্ডভ্যানের চাপায় সায়মন মৃধা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে সে ইউনিয়নের চরচিলকা গ্রামের সাদ্দাম মৃধার ছেলে। রবিবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের পরিবার। চাপা দেওয়ার পরই কাভার্ডভ্যান দ্রুত গতিতে পালিয়ে যায় তাদের আটক করা সম্ভব হয়নি।
নিহত সায়মন এর চাচী লিমা খাতুন (২৪) বলেন সায়মন ও তার মা এবং আমি সহ আরো কয়েকজন বাংলাদেশে হাট থেকে ইজিবাইক যোগে এসে বাড়ির সামনে মেইন রাস্তার ওপারে দাঁড়িয়ে অটো থেকে নেমে ভাড়া দিচ্ছিলাম। সায়মন হুট করে দৌড় দিয়ে রাস্তা পার হচ্ছিল এমন সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান এসে তাকে ধাক্কা দেয় এতে মাথায় আঘাত লেগে পড়ে গেলে পরবর্তীতে আরেকটি কাভার্ডভ্যান এসে তার পায়ের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মারা সায়মন।
পাংশা হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর সালাউদ্দিন মোল্লা বলেন নিহতের পরিবারের দুইজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে গিয়ে আমাদের হাইওয়ে ফাঁড়িতে খবর দিলে আমরা ছুটে আসি এসে দেখতে পাই সায়মন ঘটনাস্থলেই মারা গিয়েছে। তবে ঘাতক কাভার্ড ভ্যান দুটোকে তথ্যের কমতি থাকায় আটক করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho