নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) ।।
বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে তাহসান নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৪টার দিকে উপজেলার জানেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। তাহসান ওই গ্রামের আবু হানিফ সাজ্জালের পুত্র।
শিশুটির চাচা স্কুল শিক্ষক মো. ইলিয়াস হোসেন জানান, পাশ্ববর্তী বাড়িতে তাহসানের মামা সগির হোসেন হাওলাদারের বৌভাতের অনুষ্ঠান নিয়ে দুপুর থেকে সবাই ব্যস্ত ছিলেন। অনুষ্ঠানের কোন এক ফাঁকে সবার অজান্তে তাহসান খেলতে খেলতে বাড়ির পাশের নালায় পড়ে যায়।
অনেক খোজাখুজির পরে নালা থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান ওই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
নজরুল/বার্তাকণ্ঠ