শিশির মোল্লা, চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের স্কুলছাত্র আবু হুরায়রা নিখোঁজের এক সপ্তাহ পর মামলা করেছেন আবু হুরায়রার পিতা আবদুল বারেক। মঙ্গলবার (২৫ জানুয়ারী) রাত সাড়ে ১১ টায় তিনি বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলাটি দায়ের করেন।
তদন্তের স্বার্থে অভিযুক্ত ৫ জনের নাম না জানালেও মামলার সত্যতা স্বীকার করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, নিখোঁজ স্কুল ছাত্রের পিতা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। তিনি আরও বলেন, আমরা সবকিছু মাথায় রেখেই অত্যান্ত গুরুত্ব দিয়ে শিশু আবু হুরায়রাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে, এ বিষয়ে এখনও পর্যন্ত কাওকে আটক করা হয় নি বলে তিনি নিশ্চিত করেন।
উল্লেখ্য, নিখোজ আবু হুরায়রা তালতলা গ্রামের ভুট্টা ব্যবসায়ী ও কৃষক আবদুল বারেকের ছেলে। সাত ভাই বোনের মধ্যে সকলের ছোট আবু হুরায়রা। এ বছর লটারীর মাধ্যমে চুয়াডাঙ্গা ভি জে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ভর্তি হয়েছে সে। পরে, গত ১৯ জানুয়ারী বেলা সাড়ে ৩টার দিকে নিজ বাড়ী থেকে বের হয়ে আবু হুরায়রা পার্শ্ববর্তী বাড়ীর রনজু হক নামের এক প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যায়। ওই শিক্ষকের ঘরে বই-ব্যাগ রেখে বাইরে বের হয়। এরপর থেকে তাকে আর পাওয়া যায় নি। ওই দিন সন্ধ্যায় পরিবারের লোকজন খুঁজতে বের হয়। রাতে পুলিশকে খবর দেয় তারা। এলাকায় মাইকিংও করা হয়। পরে, ধারণা করা হয় বাড়ীর পাশে পুকুরে পড়েছে, সে জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে পুকুরে দীর্ঘসময় ধরে তল্লাশি করেন। তবু সন্ধান মেলে নি তার। বিভিন্ন উপায়ে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে এক সপ্তাহ পর গতকাল রাতে সদর থানার মামলা দায়ের করেন পিতা আবদুল বারেক।