শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জবি রোভার স্কাউট গ্রুপের শীতবস্ত্র বিতরণ 

জবি সংবাদদাতা ॥
সবার প্রতি আহবান, শীতার্তদের পাশে দাঁড়ান এই স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, রোভার স্কাউট লিডার মো. আবু লায়েক।
এছাড়া রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মোল্লা মামুন হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অন্যান্য রোভার সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
রোভার স্কাউটসের সদস্যরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে দারিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচী হাতে নিয়েছে। এই শীত বস্ত্র সমূহ দেশের উত্তরবঙ্গের কুড়িগ্রামে জেলার ৩০০ জন পরিবারের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রোভার সদস্যরা ক্যাম্পাসের  শতাধিক শীতার্তদের মাঝে শীতের বস্ত্র হিসাবে শাল বিতরণ করেন। এই ধারা আগামীতেও অবহিত থাকবে বলে জানিয়েছে জবি রোভার স্কাউট গ্রুপের সদস্যরা।

জবি রোভার স্কাউট গ্রুপের শীতবস্ত্র বিতরণ 

প্রকাশের সময় : ১২:০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
জবি সংবাদদাতা ॥
সবার প্রতি আহবান, শীতার্তদের পাশে দাঁড়ান এই স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, রোভার স্কাউট লিডার মো. আবু লায়েক।
এছাড়া রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মোল্লা মামুন হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অন্যান্য রোভার সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
রোভার স্কাউটসের সদস্যরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে দারিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচী হাতে নিয়েছে। এই শীত বস্ত্র সমূহ দেশের উত্তরবঙ্গের কুড়িগ্রামে জেলার ৩০০ জন পরিবারের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রোভার সদস্যরা ক্যাম্পাসের  শতাধিক শীতার্তদের মাঝে শীতের বস্ত্র হিসাবে শাল বিতরণ করেন। এই ধারা আগামীতেও অবহিত থাকবে বলে জানিয়েছে জবি রোভার স্কাউট গ্রুপের সদস্যরা।