শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জবি ডিবেটিং সোসাইটির নির্বাচন স্থগিত

জবি সংবাদদাতা ॥
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’র ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. আইনুল ইসলাম এবং সংগঠনের মডারেটর ও নির্বাচন কমিশনার মেফতাহুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ২০২১-২০২২ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের সকল কার্যক্রম অনিবার্য কারণবশত আগামী ০৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হল। নির্বাচনের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও ছাত্রকল্যাণ পরিচালক ড. আইনুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাৎক্ষণিক ফোন দিয়ে নির্বাচন স্থগিতের অনুরোধ জানান। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।
তিনি বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি আমাদের নেয়া আছে। যে কোনো সময় উপাচার্যের অনুমতি সাপেক্ষে নির্বাচনের নতুন তারিখ আমরা ঘোষণা করবো।

জবি ডিবেটিং সোসাইটির নির্বাচন স্থগিত

প্রকাশের সময় : ১২:২৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
জবি সংবাদদাতা ॥
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’র ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. আইনুল ইসলাম এবং সংগঠনের মডারেটর ও নির্বাচন কমিশনার মেফতাহুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ২০২১-২০২২ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের সকল কার্যক্রম অনিবার্য কারণবশত আগামী ০৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হল। নির্বাচনের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও ছাত্রকল্যাণ পরিচালক ড. আইনুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাৎক্ষণিক ফোন দিয়ে নির্বাচন স্থগিতের অনুরোধ জানান। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।
তিনি বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি আমাদের নেয়া আছে। যে কোনো সময় উপাচার্যের অনুমতি সাপেক্ষে নির্বাচনের নতুন তারিখ আমরা ঘোষণা করবো।