নেত্রকোনার দুর্গাপুরে গভীর রাতে অগ্নিকাণ্ডে আবুল হাশেম সরকার নামে এক কৃষকের গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি ছাগল পুড়ে ছাই হয়ে যায় এবং ২ টি গরুর শরীরের অর্ধেক পুড়ে যায়।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) আনুমানিক দেড়টার দিকে দুর্গাপুর ইউনিয়নের মেনকীফান্দা গ্রামে এ ঘটনা ঘটে। বেদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আবুল হাশেমের ডাক চিৎকারে স্থানীয়রা এসে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কৃষক আবুল হাসেমের মা গরু ছাগলের দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন।নিজ সন্তানের মতই লালন পালন করতেন তিনি। আগুনে পুড়ে যাওয়া গর ও মৃত ছাগলের জন্যে মানুষিক ভাবে ভেঙ্গে পরেন আবুল হাসেম।গত দুই দিন যাবত অগ্নিদগ্ধ গরুর চিকিৎসা ও সেবা যত্ন করেও একটি গরু কে আর বাঁচাতে পারলেন না।অপর গরুটিও এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আগুনে গোয়ালঘরসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় কৃষক আবুল হাশেম সরকার।