কিশোরগঞ্জ জেলা শহরে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই শহরের বিভিন্ন বাসা-বাড়িসহ মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মানুষের মূল্যবান সম্পদ রক্ষায় চুরি রোধে ডিজিটাল ডিভাইস ব্যাবহারে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ এর নেতৃত্বে শহরের স্টেশন রোডের গৌরাঙ্গবাজার, পুরানথানা এবং বটতলা এলাকায় এসব লিফলেট বিতরণ করা হয়।
মটরসাইকেল, বাসাবাড়ি, অফিসে চুরি রোধে ডিজিটাল ডিভাইস ব্যবহারে কার্যকারীতা সম্পর্কে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ সময় কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স এন্ড সিপি) মোবারক হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) তরিকুল ইসলাম এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা সচেতনতামূলক লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করার ফলে মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে সকল ধরনের চুরি রোধ করা সম্ভব। জনসাধারণকে সচেতন করে ডিভাইস ব্যবহারে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছি। মানুষের মূল্যবান সম্পদ রক্ষায় প্রযুক্তি ব্যবহারে সচেতন করার কার্যক্রম অব্যাহত থাকবে।
নজরুল/বার্তাকণ্ঠ