মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের সুদক্ষিরা মোল্লা পাড়া গ্রামে ট্রাকের চাপায় ওমর আলী (৫০) নামে এক ফল বিক্রেতা নিহত হয়েছে। নিহত ওমর আলী তেঁতুলঝোড়া এক ভাড়া বাড়িতে থাকেন বলে জানা যায় । বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
নিহত ওমর আলী চাপাই চৌহদ্দি গ্রামের পিতা ফজর মোল্লার ছেলে।
দুর্ঘটনার কিছুক্ষণ পর ঘাতক ট্রাক ড্রাইভার মাসুদ কে গ্রেপ্তার করেন সিংগার থানা পুলিশ। ট্রাক ড্রাইভার মাসুদ ঢাকার গাবতলীর আজহারের ছেলে ।
ট্রাক ড্রাইভার মাসুদ বলেন সে ইটের খোয়া ভর্তি গাড়ি নিয়ে হেমায়েতপুর যাচ্ছিলেন এমন সময় অপর দিক থেকে বালি বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি হলে পাশে থাকা ভ্যান এ ফল বিক্রেতা ট্রাকের ধাক্কায় চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
এই বিষয়ে শান্তিপুর তদন্ত ইনচার্জ জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত ওমর আলীর পরিচয় জানা গেছে সে চাঁপাইনবাবগঞ্জ জেলার ফজর মোল্লার ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ড্রাইভার মাসুদ কে গ্রেফতার করা হয়েছে।
নজরুল/বার্তাকণ্ঠ