প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৩:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২২, ১২:১৯ এ.এম
জবি নিরাপত্তাকর্মীর পেটে চাকু ধরে সর্বস্ব ছিনতাই

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তাকর্মীর পেটে চাকু ধরে সর্বস্ব ছিনতাই করে নেয়ার মতো ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের শিকার সেই নিরাপত্তাকর্মীর নাম কামাল হোসেন। এ ঘটনায় থানায় একটি জিডি করেন তিনি।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে ভিকটিম কামাল হোসেন বলেন, গত মঙ্গলবার ভোর ছয়টায় বিশ্ববিদ্যালয়ে আসার সময় রাজধানীর বাবু বাজার ব্রিজের সিঁড়ির নিচে এ ঘটনা ঘটে। ক্যাম্পাসে সকাল ছয়টায় আসতে হয়। তাই খুব সকালে সিঁড়ির নিচে দাঁড়িয়ে সিএনজি খুঁজছিলাম। এমন সময় দুজন মোটরসাইকেল নিয়ে আমার পথ রোধ করে দাঁড়ায়। বাইকের পেছনের ব্যক্তি আমার পেটে চাকু ধরে সবকিছু দিতে বলে। না হলে চাকু পেটে ঢুকিয়ে দিবে বলে ভয় দেখায়। সেসময় আশেপাশে কেউ ছিলো না। তাই আমার কাছে থাকা ১২ হাজার টাকার টাচ ফোন ও মানিব্যাগ দিয়ে দিই। এরপর তারা দ্রুত চলে যায়।
নিরাপত্তাকর্মী আরও বলেন, গাড়ির পেছনে কোন নাম্বার ছিলো না। চালকের মুখে হেলমেট ও গায়ে কালো কোট পরা ছিল। আর যে চাকু ধরেছিল তার পরনে হলুদ কোট ও মুখে মাফলার দিয়ে ঢাকা ছিল। তাদেরকে চিনতে পারিনি। এ ঘটনায় আমি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে একটি জিডি করেছি। এ বিষয়ে পুলিশ এখনও আমাকে কিছু জানায়নি।
ছিনতাইয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নিরাপত্তাকর্মী বলেন, আমাদের সবার ক্যাম্পাসে থাকার ব্যবস্থা নেই। তাই খুব সকালে বাইরে থেকে ক্যাম্পাসে আসতে গেলে গাড়ি না পাওয়া ও এমন ছিনতাইয়ের ঝুঁকি নিয়ে আসতে হয়।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে আমাকে এখনও কেউ কিছু জানায়নি। জানালে সংশ্লিষ্ট থানার পুলিশ ও প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
নজরুল/বার্তাকণ্ঠ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho