বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় মতলব সরকারি ডিগ্রি কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মূলসড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশ পালন করে নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ নেতা খালেকুজ্জামান সাব্বির, মতলব পৌর ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ তামিম, দেওয়ান মোহাম্মদ কাউছার।
এ সময় বক্তারা বলেন, ‘শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি এমপিকে জড়িয়ে যেসব মিথ্যা অভিযোগ উঠেছে তা প্রত্যাহারের দাবি জানান এবং অহেতুক মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানান।’
ওই সময় উপজেলা ছাত্রলীগের তানজির পাভেল, জুনায়েদ শুভ, আদনান হুমায়ুন, রনি মাহমুদ, সুমন প্রমূখ সহ, পৌরসভা ও উপজেলার ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।