
পূর্ব সুন্দরবনের দুবলারচরের রুপার খাল থেকে শুক্রবার (২৮ জানুয়ারী) বিকেলে ভাসমান অবস্থায় একটি মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে বনবিভাগের স্মার্ট টীমের সদস্যরা। শনিবার সকালে শরণখোলা রেঞ্জ সদরে বাঘটির ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টীমের সদস্যরা নিয়মিত টহলকালে দুবলারচরের কাছে রুপার খালে একটি মৃত বাঘ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে বনরক্ষীরা বাঘটিকে উদ্ধার করে দুবলারচরে নিয়ে যায়। উদ্ধার হওয়া বয়স্ক পুরুষ বাঘটির বয়স আনুমানিক ১৫/১৬ বছর হবে বলে বনরক্ষীরা জানান।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বনরক্ষীরা সন্ধ্যায় দুবলারচর থেকে উদ্ধার হওয়া মৃত বাঘটিকে নিয়ে শরণখোলা রেঞ্জে সদরে রওয়ানা হয়েছে। আগামীকাল শনিবার সকালে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানার জন্য শরণখোলা রেঞ্জ সদরে বাঘের ময়না তদন্ত সম্পন্ন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho